শুক্রবার (১০ নভেম্বর) রাত ১১টায় ফতুল্লার কুতুবপুর ব্রাহ্মণগাঁও এলাকার মোস্তফা মিয়ার ভাড়া বাসার রুম থেকে মিলনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
ওই বাসায় মিলনের বাবা বিল্লাল হোসেন, মা নাজমা বেগম ও দাদা আব্দুর রশিদ থাকতেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বাংলানিউজকে জানান, মিলন পটুয়াখালীর একটি কলেজের এইচএসসির ছাত্র। ১৫ দিন আগে গ্রামের বাড়ি থেকে ফতুল্লায় বাবা-মায়ের কাছে বেড়াতে আসেন। পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে মিলন ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
দুই ভাই এক বোনের মধ্যে মিলন সবার ছোট। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪২৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এমআইএইচ/এএ