রাজধানীর পুরানা পল্টন মোড়ে শুক্রবার (১০ নভেম্বর) দিনগত রাতে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৪৮০৪) ও ট্রাকের (ঢাকা মোট্রা-ট ১১-৪১৬২) এমন মুখোমুখি সংঘর্ষে আহত হন দুই বাহনের যাত্রী-আরোহী। পরে আইন-শৃঙ্খলা বাহিনী আহতদের উদ্ধার করে।
রাত পৌনে তিনটার দিকে সজেরমিনে দেখা যায়, সামনের অংশ দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি সচিবালয়ের দেওয়ালের পাশে ফুটপাতের রেলিং ভেঙে ইঞ্জিন চালু অবস্থায় পড়ে আছে। বাসের ভিতরে আগুনও জ্বলছিল। খবর পেয়ে আসতে শুরু করে পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসকর্মীরা। সে সময় যান চলাচলও বন্ধ ছিল।
আর ডিভাইডারে বটগাছে আটকে থাকা ট্রাকের নিচে ভাসমান একজন মানুষ আহত হয়ে পড়েছিলেন। উৎসুক মানুষের সহায়তায় তাকে উদ্ধার করছিলো পুলিশ। সে সময়ও বাস ও ট্রাকের ইঞ্জিন চালু ছিল। দুর্ঘটনার পরপরই দুই বাহনের চালক-হেলপার পালিয়ে যান।
সিলেট থেকে গাইবান্ধাগামী বাসটির যাত্রী শয়ন সরকার বাংলানিউজকে বলেন, বাসটি বেশ গতি নিয়েই চলছিল। হানিফ ফ্লাইওভার থেকে নেমে মোড়ে এসে ট্রাকটিকে ধাক্কা দিলে বিকট শব্দ হয়। এসময় বাসের সামনের কাচ খসে পড়ে। এরপর এদিক-ওদিক করে ফুটপাতের রেলিংয়ে বেঁধে যায়। যাত্রীরা তখন চরম ভয়ে ছিল। বাসের ধাক্কা খেয়ে ওই সময় ট্রাকটিও ডিভাইডারের উপর উঠে যায়।
রংপুর সরকারি কলেজের সম্মান শ্রেণির গণিত তৃতীয় বর্ষের ছাত্র শয়ন আরো বলেন, যাত্রীরা হুড়োহুড়ি করে জানালা দিয়েই লাফ দেয়। আমিও লাফ দেই।
এসময় নিজেরও ঠোঁট ফেটে যায় জানিয়ে তিনি বলেন, এভাবে অনেকেই আহত হয়েছেন। তবে বড় কোনো ক্ষতি হয়নি।
বাসের আরেক যাত্রী সিলেটের শায়েস্তাগঞ্জের বন কর্মকর্তা মাসুদল ইসলাম খান ফিরছিলেন টাঙ্গাইলে নিজ বাড়ি। দুর্ঘটনার পর লাফ দিয়ে পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছেন মাসুদুল হক। তিনি জানান, মোড়ে এসে বাস-ট্রাকের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
বাসে করে বগুড়ায় ফিরছিলেন রাশেদুল। তিনি বলেন, এমন জোরে ধাক্কা লাগলো যে আমরা সিট থেকে পড়েই যাচ্ছিলাম।
সিলেটে বোনের বাড়ি বেড়িয়ে গাইবান্ধার পলাশবাড়ি ফিরছিলেন জানিয়ে শয়ন সরকার বলেন, পুরো রাস্তায় বাসটি এলোমেলোভাবে এসেছে। আর এখানে এসে দুর্ঘটনা ঘটালো।
রাত তিনটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের ভিতরে জ্বলা আগুনে পানি দিয়ে নিভিয়ে স্টার্ট বন্ধ করেন। বন্ধ করা হয় ট্রাকটির স্টার্টও। রেকার দিয়ে ট্রাক ও বাসটি টেনে নেওয়া হয় শাহবাগ থানায়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক জাকিরুল ইসলাম এবং কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার কার্যক্রম ও মালামাল হস্তান্তরের কাজ চলছিল। পরে রাত সাড়ে চারটার দিকে শ্যামলী পরিবহনের একটি বাসে করে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।
**পল্টন মোড়ে মধ্যরাতে বাস-ট্রাক সংঘর্ষ
বাংলাদেশ সময়: ০৭০৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এমআইএইচ/এএ