ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আরও ২শ’ বাস চালককে প্রশিক্ষণ দিচ্ছে এনা পরিবহন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
আরও ২শ’ বাস চালককে প্রশিক্ষণ দিচ্ছে এনা পরিবহন চালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে এনা পরিবহন

ঢাকা: দক্ষতা বৃদ্ধি, সচেতনতা ও আচরণগত পরিবর্তনের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমাতে বাসচালকদের প্রশিক্ষণ দিচ্ছে এনা পরিবহন। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাধ্যমে আন্তর্জাতিকমানের এ প্রশিক্ষণ চলছে।
 

রাজধানীর উত্তরার ব্র্যাক ড্রাইভিং স্কুলে গত ৫ নভেম্বর (রোববার) এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আট ব্যাচে এনা পরিবহনের প্রায় দু’শ’ চালক এ প্রশিক্ষণ পাচ্ছেন।

প্রতি ব্যাচের জন্য তিনদিনের এ প্রশিক্ষণ চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত।  
 
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট (এআরআই) এর ১৯৯৮ সাল থেকে ২০১৩ সালের তথ্যানুযায়ী- শুধু ২৩ শতাংশ দুর্ঘটনা হয় প্রত্যক্ষ-পরোক্ষভাবে বাস চালকদের সংশ্লিষ্টতার কারণে। এছাড়া বাস, ট্রাক ও অন্যান্য ভারী যানবাহনের চালকরা ৪৭ শতাংশ দুর্ঘটনার ক্ষেত্রে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত থাকেন। এ প্রেক্ষাপটেই প্রশিক্ষণের আয়োজন।
 
তিনদিনের এ আবাসিক প্রশিক্ষণ দু’টি আঙ্গিকে দেওয়া হচ্ছে। এর একটি হচ্ছে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক, গাড়ি চালনার ক্ষেত্রে নিজকে রক্ষা ও চালকদের আচরণগত পরিবর্তন। অপরটি হচ্ছে ‘পি ড্রাইভ’ পদ্ধতিতে চালক কতটা নিরাপদ তা পর্যবেক্ষণ করা।
 
২০১২ সাল থেকে এনজিও ব্র্যাক আন্তর্জাতিকমানের এ প্রশিক্ষণ দিয়ে আসছে। এর আগে প্রথম ধাপে গত ১১ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত দু’শ’ জন চালককে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণার্থীদের খরচ নির্বাহ করছেন পরিবহন মালিক সমিতির মহাসচিব ও এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের মালিক খন্দকার এনায়েত উল্যাহ।
 
ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হুসেইন বলেন, ইউরোপীয়ান সংস্থা হিউবার্ট এবনার’র সহযোগিতায় ব্র্যাক বাংলাদেশে সড়ক দুর্ঘটনা হ্রাসে চালকদের প্রশিক্ষণের বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ‘সুরক্ষা’ নামে এ প্রশিক্ষণ কোর্স চালু করে। প্রশিক্ষণটি শুধু চালকদেরই নিরাপত্তা দেবে না, একইসঙ্গে গাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণের খরচ ৩০ শতাংশ কমিয়ে আনবে।  
 
এনা পরিবহন জানায়, দেশে তারাই প্রথম কোনো পরিবহন কোম্পানি যারা চারশ’ চালককে আন্তর্জাতিকমানের এ প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলছে। এতে সড়কপথ নিরাপদ হবে। প্রশিক্ষণের পাশাপাশি যাত্রীদের বিলাসবহুল পরিবহন সেবা দিচ্ছে এনা।

ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, রংপুর ময়মনসিংহসহ দেশের বিভিন্ন গন্তব্যে চলছে এনা পরিবহন। সিলেটে তাদের নিজস্ব বাস টার্মিনাল নির্মাণ করে যাত্রীদের শীতাতপ নিয়ন্ত্রিত আরামদায়ক সেবা দিচ্ছে জানায় এনা।
 
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।