ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কেন্দ্রীয় কারাগারের দুই অসুস্থ বন্দি ঢামেকে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
কেন্দ্রীয় কারাগারের দুই অসুস্থ বন্দি ঢামেকে মৃত্যু

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) হাজতী গোলাম রাব্বানী বাচ্চু (৪৫) ও কয়েদী শামীম (৪৪) নামে দুই অসুস্থ বন্দি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) রাতে তাদের গুরুতর অসুস্থ অবস্থায় কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ৩টায় বাচ্চু ও রাত পৌনে ৪টায় শামিমকে মৃত ঘোষণা করেন।

হাজতী বাচ্চু লালবাগ আজিমপুর মোড় এলাকার মৃত আবুল হাসেম মিয়ার ছেলে এবং কয়েদী শামীম দোহার উপজেলার দক্ষিণ শিমুলিয়া গ্রামের শওকত আলী মোড়লের ছেলে।

শনিবার (১১ নভেম্বর) সকালে ঢামেক হাসপাতালের ডিউটিরত কারারক্ষী হানিফ মিয়া বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বাচ্চুর হাজতী নম্বর- ৪১৬৮৭/১৭। শামীম পারিবারিক মামলায় কারাগারে বন্দি ছিলো। তার কয়েদী নম্বর ১২৫৯/এ।

তিনি বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গ থেকে কলেজ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এজেডএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।