ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

‘পদত্যাগের বিষয়ে কিছুই জানি না’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
‘পদত্যাগের বিষয়ে কিছুই জানি না’ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: জি এম মুজিবুর

ঢাকা: ‘প্রধান বিচারপতির পদত্যাগের বিষয়ে কিছুই জানি না। তার ছুটির প্রেক্ষিতে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব দেওয়া রয়েছে একজনকে। তিনি দায়িত্ব পালন করে যাবেন’ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।   

শনিবার (১১ নভেম্বর) বাংলাদেশ বার কাউন্সিলের নতুন আইনজীবীদের সনদ প্রদান অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ২০১২ সালের পর থেকে বার কাউন্সিলে অন্তর্ভূক্ত আইনজীবীদের সনদ প্রদান করা হয়।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগের খবরের বিষয়ে আনিসুল হক বলেন, ‘এখন পর্যন্ত আমি কিছুই জানি না। সুতরাং, এ বিষয়ে আমি কিছুই বলতে পারবো না’।

‘বিচারপতি সিনহার ছুটি শুক্রবার (১০ নভেম্বর) শেষ হয়ে গেছে। এ অবস্থায় কি দাড়াচ্ছে?’- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব দেওয়া রয়েছে একজনকে (বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা)। তিনি দায়িত্ব পালন করে যাবেন’।

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদারের সভাপতিত্বে সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা।  

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।