ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মৃত্যুবার্ষিকীতে ইয়াসির আরাফাতকে স্মরণ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
মৃত্যুবার্ষিকীতে ইয়াসির আরাফাতকে স্মরণ  ছবি: শাকিল/বাংলানিউজ

ঢাকা: ঢাকায় ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ও সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। একই সঙ্গে তাকে হত্যা করা হয়েছে দাবি করে এ ঘটনায় জড়িতদের বিচার চেয়েছে বাংলাদেশের প্যালেস্টাইন প্রত্যাগত মুক্তিযোদ্ধা সংসদ।

শনিবার (১১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এ দাবি জানানো হয়।  

এ সময় আয়োজক সংগঠন প্যালেস্টাইন প্রত্যাগত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু, মহাসচিব  এ বি সিদ্দিক মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থী ও বাংলাদেশ কর্মরত ফিলিস্তিনের নাগরিকরাও এ অনুষ্ঠানে অংশ নেন।  

মানববন্ধনে জানানো হয়, ইয়াসির আরাফাতকে স্লো পয়জনে হত্যা করা হয়েছে। তাই আন্তর্জাতিক আদালতে এ হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন তারা।  

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এমএফআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।