ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে বাসের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
নাটোরে বাসের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

নাটোর: নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে মোর্শেদ হোসেন (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোর্শেদ সদর উপজেলার বেলঘড়িয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুপুর দেড়টার সময় ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাস নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় পৌঁছালে বাসের ছাদে থাকা মোর্শেদ নামে এক যাত্রী মাটিতে পড়ে গুরুতর আহত হন।

এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ১১ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।