ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

অক্টোবর বিপ্লবের শতবর্ষ উপলক্ষে বগুড়ায় লাল পতাকা মিছিল 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
অক্টোবর বিপ্লবের শতবর্ষ উপলক্ষে বগুড়ায় লাল পতাকা মিছিল  লাল পতাকা মিছিল-আরিফ জাহান

বগুড়া: অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে বগুড়ায় ওয়ার্কার্স পার্টি জেলা শাখার উদ্যোগে লাল পতাকা মিছিল ও সমাবেশ করা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে শহরের সাতমাথা সংলগ্ন শহীদ খোকন পার্ক থেকে লাল পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


 
পরে সেখানে দলের জেলা শাখার সম্পাদক মণ্ডলীর সদস্য তাইজুল ইসলাম রোমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সালেহা সুলতানা, জেলা শাখার সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদ, শ্রমিক নেতা এনামুল হক বাবলু প্রমুখ বক্তব্য দেন।
 
বক্তারা বলেন, পুঁজিবাদ সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে। সমাজতন্ত্রই একমাত্র মানবমুক্তির পথ। পুঁজিবাদ ব্যবস্থার কারণে রাষ্ট্রে ব্যাপকভাবে শ্রেণি বৈষম্যের সৃষ্টি হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমেই বাড়ছে। এ অবস্থার পরিবর্তনে সমাজতন্ত্রের কোনো বিকল্প নেই।
 
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এমবিএইচ/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।