ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
বরগুনায় আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বাংলাদেশ কাবাডি ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বরগুনায় আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মাঠে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান।

এর আগে এ উপলক্ষ্যে বেলা ১১ টার দিকে বরগুনা পুলিশ সুপার কার্যালয়ের সামন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এ সময় বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক, সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, পৌর মেয়র শাহাদাত হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল আলীম হিমু, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ খেলায় বরগুনার ৬টি উপজেলার ছয়টি দল অংশ গ্রহণ করে। উদ্বোধনী খেলায় জেলার তালতলী উপজেলা ও আমতলী উপজেলা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।