ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নকলে সহযোগিতা: শিক্ষকের জেল, কেন্দ্র সচিবকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
নকলে সহযোগিতা: শিক্ষকের জেল, কেন্দ্র সচিবকে অব্যাহতি

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় জেডিসি পরীক্ষায় নকলে সহযোগিতা করার দায়ে ১ শিক্ষককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে পরীক্ষার কেন্দ্র সচিব মাওলানা এসকেনদার আলীকে ৩ মাসের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন।
 
সোহেল মারুফ বলেন, জেডিসি গণিত পরীক্ষা চলাকালীন ভেড়ামারা আলিম মাদ্রাসা (ভেড়ামারা বার মাইলস্থ) কেন্দ্র পরিদর্শনে গিয়ে পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত প্রশ্ন পূরণে সহায়তা করা অবস্থায় শিক্ষক মো. সাইফুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

পরে The Public Examination (Offences) Act 1980 g‡Z ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এবং পরীক্ষার কেন্দ্র সচিব এবং ভেড়ামারা আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এসকেনদার আলীকে সকল প্রকার পরীক্ষা থেকে আগামী ৩ মাসের জন্য অব্যাহতি দেন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ১১ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।