ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে পিস্তল, গুলি ও স্পিডবোটসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
মুন্সীগঞ্জে পিস্তল, গুলি ও স্পিডবোটসহ যুবক আটক মুন্সীগঞ্জে পিস্তল, গুলি ও স্পিডবোটসহ যুবক আটক

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার কালিরচর এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, তিন রাউন্ড গুলি ও স্পিডবোটসহ রুহুল আমিন (২৮) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

শনিবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় কালিরচর মেঘনা নদীর শাখা থেকে তাকে আটক করা হয়। রুহল আমিন লৌহজং উপজেলার কুমারভোগ গ্রামের আতা মাদবরের ছেলে।

মুন্সীগঞ্জ গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিরচর এলাকায় ডিবি পুলিশ অভিযান চালায়। এসময় মেঘনা নদীর শাখা থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, তিন রাউন্ড গুলি ও স্পিডবোটসহ রুহুলকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।