ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নকলে সহযোগিতা, শিক্ষককে অব্যাহতি ও শিক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
নকলে সহযোগিতা, শিক্ষককে অব্যাহতি ও শিক্ষার্থী বহিষ্কার

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় নকলে সহযোগিতা করার দায়ে এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি ও এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) উপজেলার ইবরাহীম খাঁ সরকারি কলেজ ভেন্যুতে গণিত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

অব্যাহতি পাওয়া শিক্ষক উপজেলার বেতুয়া পলশিয়ার দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী ও ইবরাহীম খাঁ সরকারি কলেজ ভেন্যুর কক্ষ পরিদর্শক জাহাঙ্গীর আলম।

ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী বাংলানিউজকে জানান, শনিবার জেডিসির গণিত পরীক্ষা চলাকালীন নকল করার দায়ে মাদ্রাসার এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া নকলে সহযোগিতা করার দায়ে কক্ষ পরিদর্শক জাহাঙ্গীর আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।