ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ট্যানারির বর্জ্য নদীতে ফেলার প্রতিবাদে বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
ট্যানারির বর্জ্য নদীতে ফেলার প্রতিবাদে বিক্ষোভ সাভারে ট্যানারির বর্জ্য নদীতে ফেলার প্রতিবাদে মানববন্ধন

সাভার (ঢাকা): সাভারের চামড়া শিল্প নগরীর চালু হওয়া ট্যানারির দূষিত বর্জ্য সরাসরি ধলেশ্বরী নদীতে ফেলার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে সাভারের হরিণধরা এলাকায় অবস্থিত চামড়া শিল্প নগরীর ৩ নম্বর গেটে ‘নদী বাঁচাও, দেশ বাঁচাও’ সংগঠনের সাভার কমিটির আয়োজনে এসব কর্মসূচি আয়োজিত হয়।

মানববন্ধ কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীরা ছাড়াও কয়েক হাজার স্থানীয় বাসিন্ধা অংশ নেন।

বক্তারা বলেন, পরিবেশ বান্ধব সাভার চামড়া শিল্প নগরীতে সিইটিপি প্ল্যান্ট সম্পূর্ণ চালু না করেই কারখানা চালু করা হয়েছে। ট্যানারির দূষিত বর্জ্য সরাসরি ধলেশ্বরী নদীতে ফেলা হচ্ছে। এতে করে নদীর মাছ মরে যাচ্ছে। স্থানীয় কৃষকদের কৃষি জমিতে সেই বর্জ্য প্রবেশ করে ফসল ফলনে ব্যাপক ক্ষতি হচ্ছে।

নানাবিধ সমস্যার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ যদি আগামী ১ মাসের মধ্যে সিইটিপি চালু না করে নতুন ট্যানারি কারখানা চালু করে তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধন কর্মসূচি শেষে আয়োজকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।