ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
ফেনীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন-ছবি-বাংলানিউজ

ফেনী: ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) দুপুরে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি ফেনীর পৌর চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাংক রোডের দোয়েল চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় বক্তব্য দেন-জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছার আপন ও ফেনী পৌর যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম ভূঁঞা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, সাংগঠনিক সম্পাদক শহীদ খোন্দকার, জেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম স্বপন মিয়াজী, লুৎফুর রহমান খোকন হাজারী, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ, ফেনী পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, গাজী খালেদ ইমাম জুয়েল, তৌহিদুর রহমান হানিফ, সোনাগাজী উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টোসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

ফেনীর রাজাঝির দিঘী পাড়স্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং কেক কাটা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এসএইচডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।