ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল জলিল (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার পুমদী ইউনিয়নের আদু মাস্টারের বাজারে এ দুর্ঘটনা ঘটে। জলিল কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ গ্রামের মো. জয়ত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে আদু মাস্টারের বাজারে সরকারিভাবে নির্মাণাধীন ভবনের একটি  সেডের কাজ করছিলেন জলিল। এসময় অসবাধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।