ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ লাখ টাকা অনুদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
দিনাজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ লাখ টাকা অনুদান দিনাজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ লাখ টাকা অনুদান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: দিনাজপুরের বিরলে ভাতাভোগী মুক্তিযোদ্ধাদের প্রাপ্ত ভাতা হতে বন্যাদুর্গত মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই লাখ টাকা অনুদান দিয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

বুধবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবুল কাসেম অরু জেলা প্রশাসক মীর খায়রুল আলমের হাতে নগদ দুই লাখ টাকা তুলে দেন।  

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রাব্বি, সাবেক জেলা মুক্তিযোদ্ধা  কমান্ডার মো. মুকশেদ আলী মঙ্গলিয়া, বিরল উপজেলা মুক্তিযোদ্ধার ডেপুটি কমান্ডার মো. রহমান আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল জব্বার, মো. হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অব.) মো. মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা মাহতাব আলী, আমিনুল ইসলাম, মোহাম্মদ আলী সরকার, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা প্রফুল্ল চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, তৌহিদুল আলম, হাবিবুর রহমান, আইয়ূব আলী, গোলাম রব্বানী, মো. সলিম উদ্দীন, সিরাজ উদ্দীন, মো. তোরাব আলী, রফিকুল ইসলাম, তোবারক আলী, মুক্তিযোদ্ধার সন্তান মোশাররফ হোসেন মানিকসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিরল উপজেলার ভাতাভোগী ২২৭ জন মুক্তিযোদ্ধা তাদের ভাতা হতে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে নগদ দুই লাখ টাকা অনুদান করেন।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।