ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে ডিসি কার্যালয়ের সামনে ড্রেনের ভিত্তিপ্রস্তুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
না.গঞ্জে ডিসি কার্যালয়ের সামনে ড্রেনের ভিত্তিপ্রস্তুর না.গঞ্জে ডিসি কার্যালয়ের সামনে ড্রেনের ভিত্তিপ্রস্তুর

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে ড্রেন নির্মাণের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়েছে। কার্যালয়ের সামনে জমির সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ও বৃষ্টি কিংবা ড্রেনেজ ব্যবস্থায় জলাবদ্ধতা দূর করতে এ ড্রেন নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনের এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। দেয়াল সংলগ্ন এ জমিটি দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিলো।

 

জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, জেলা প্রশাসনের সামনের এ স্থানটির সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং এ সড়কে বেহাল দশা দূর করতে প্রধানমন্ত্রীর উন্নয়ন কাজের অংশ হিসেবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই এ কাজের সম্পন্ন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুল ইসলাম দিপু, সাধারণ সম্পাদক হাবিব আল মুজাহিদ পলু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।