ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় দম্পতি নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় দম্পতি নিহত

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একটি মালবাহী ট্রাকের ধাক্কায় এক দম্পতি নিহত হয়েছেন।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার বালিয়াঘাট্টায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবদুল করিম (৩৫) ও তার স্ত্রী শারমিন আক্তার (৩০)।

 

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর রহমান মুন্সি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বালিয়াঘাট্টা এলাকায় একটি মালবাহী ট্রাক যাত্রীবাহী ভটভটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান করিম। পরে এক শিশুসহ চারজনকে গুরুতর আহত অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক নিহত করিমের স্ত্রী শারমিনকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হচ্ছে। তবে ট্রাকের চালক-হেলপার পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।  

এছাড়া এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান ওসি হিপজুর।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭  
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।