ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে অপহরণ চক্রের সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
মাদারীপুরে অপহরণ চক্রের সদস্য আটক

কিশোরগঞ্জ: মাদারীপুর জেলার সদর উপজেলা থেকে মুক্তিপণের টাকা আদায়ে জড়িত অপহরণ চক্রের সদস্য সোহাগ ব্যাপারীকে (৩০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও উপ-পরিচালক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ বাংলানিউজকে বিষয়টি জানান।

এর আগে, মঙ্গলবার (১৪ নভেম্বর) দিনগত রাতে মাদারীপুর জেলার সদর উপজেলার পূর্ব রাস্তি মাছ বাজার রোডস্থ মিডিয়া ভকন অ্যান্ড টেলিকম বিকাশের দোকান থেকে তাকে আটক করা হয়।

সোহাগ ব্যাপারী মাদারীপুর জেলার সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার মো. গহর ব্যাপারীর ছেলে।

নাজমুল আরেফিন পরাগ বাংলানিউজকে জানান, সৌদিআরবের একটি সংঘবদ্ধ চক্র ব্রাক্ষণবাড়িয়ার বাসিন্দা মো. দুধ মিয়ার সৌদি প্রবাসী ছেলে মো. দেলোয়ার হোসেনকে (৩০) অপহরণ করে। এরপর অবৈধ ভিওআইপি নাম্বার থেকে ফোন করে দুধ মিয়ার কাছে তার ছেলের  মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করা হয়। এক পর্যায়ে চক্রটি বাংলাদেশি কিছু বিকাশ নম্বরে মুক্তিপণের টাকা পাঠাতে বলে। খবর পেয়ে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে সোহাগ ব্যাপারীকে আটক করে।  

আটককালে সোহাগের বিকাশের দোকান থেকে ৯০ হাজার ৫০০ টাকাসহ বিভিন্ন অপারেটরের মোট ২৫টি সিম কার্ড এবং বিভিন্ন কোম্পানির ১০টি মোবাইল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালসহ সোহাগ ব্যাপারীকে কসবা থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।