ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মিঠামইনে পাঁচ খুনের ঘটনায় এক পক্ষের মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
মিঠামইনে পাঁচ খুনের ঘটনায় এক পক্ষের মামলা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সংঘর্ষে তিন ভাইসহ পাঁচজন খুন হওয়ার ঘটনায় এক পক্ষ মামলা দায়ের করেছে। এতে আসামি করা হয়েছে ১২৮ জনকে।

ঘটনার এক সপ্তাহ পর বুধবার (১৫ নভেম্বর) দুপুরে নিহত তিন ভাইয়ের পক্ষে মামলাটি দায়ের করা হয়। মামলাটি করেছেন নিহতদের মধ্যে ফরদিসের ছেলে রিফাকুল মিয়া।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (০৯ নভেম্বর) মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়নের চারিগ্রামে খালে পাটি বাঁধ দেওয়াকে কেন্দ্র করে সোলেমান ও পল্লব গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন ভাইসহ পাঁচজন নিহত হন। নিহতরা হলেন- পল্লব গ্রুপের ফরদিস, তার দুই ভাই মাখন ও মাছুম এবং সোলেমান গ্রুপের মকবুল ও রাজীব। নিহত মকবুল ও রাজীবের পক্ষে এখনও কেউ মামলা দায়ের করেননি।

এদিকে, পাঁচ খুনের ঘটনায় কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।