ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে নানা আয়োজনে নবান্ন উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
ঝালকাঠিতে নানা আয়োজনে নবান্ন উৎসব

ঝালকাঠি: নানা আয়োজনে ঝালকাঠিতে নবান্ন উৎসব-১৪২৪ পালিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠাপুলি প্রদর্শনীর আয়োজন করা হয়।

স্থানীয় বিভিন্ন সংগঠন পিঠাপুলির পসরা সাজায় নবান্ন উৎসবে। শিল্পীদের নাচ-গানের মধ্য দিয়ে উৎসব বর্ণিল হয়ে ওঠে।

এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সায়েদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার আলী মিয়া।

বাংলা‌দেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।