ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় নবান্নে পিঠা খাওয়ার উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
নেত্রকোনায় নবান্নে পিঠা খাওয়ার উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: প্রতিটি টেবিলে নানন্দিক পরিবেশনায় সাজানো রয়েছে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ নতুন ধানের চালে তৈরি গ্রামীণ নানা রকমের পিঠা।

কোনো প্লেটে রয়েছে মেরা, ভাপা, চিতই, পাটিসাপটা, চাপড়ি, পুলি, পাতা পিঠা আবার কোনোটায় পাকান, পানতোয়া, মালপোয়া, ক্ষীর কুলি, ঝালপোয়া, ঝুরিসহ বাহারি রকমের পিঠা। সবাই নিজের রুচি আর পছন্দ মতো পেট ভরে পিঠা খাচ্ছেন।

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি পেশার মানুষ পিঠা খাওয়ায় সানন্দে অংশ নিয়েছেন। যান্ত্রিক জীবনের বাইরে গিয়ে সোনামাখা ফসল ভরা মাঠের মাঝখানে এ যেন কিছুটা গ্রামীণ শৈশবে ফিরে যাওয়া স্মৃতির রোমন্থন।

বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকে নেত্রকোনা সদরের কাইলাটি ইউনিয়নের কাওয়ালিকোণা গ্রামে শুরু হয়েছে এ পিঠা খাওয়ার উৎসব।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান শাহিনের বাড়িতে উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবছর এ আয়োজন করা হয়।

এদিন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরীর সহধর্মী ডা. সুপ্রীতি নন্দী, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহজাহান মিয়া, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।