ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
আখাউড়ায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ভেজাল বিরোধী অভিযানে পৌর শহরের সড়ক বাজারের চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মেয়াদ শেষ হওয়া ওষুধ দোকানে সংরক্ষণ দায়ে আমীন মডেল ফার্মেসিকে তিন হাজার টাকা, দরদী ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, খাদ্যদ্রব্য প্রস্তুতে অনুমোদন বিহীন রং ও কেমিক্যাল ব্যবহার করায় মুন্নি ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টেরিকে ছয় হাজার টাকা ও আঁখি ফুড ফুড প্রোডাক্টকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- আখাউড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম ও অাখাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসঅাই) মো. অাহাদ।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।