ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে নানা আয়োজনে নবান্ন উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
বরিশালে নানা আয়োজনে নবান্ন উৎসব বরিশালে নবান্ন উৎসব-১৪২৪ পালিত

বরিশাল: বৈরি আবহাওয়া উপেক্ষা করে নানা আয়োজনের মধ্যে দিয়ে বরিশালে নবান্ন উৎসব-১৪২৪ পালিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে নগরের সার্কিট হাউজের জেলা প্রশাসক মঞ্চে এ উৎসব অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান এ উৎসবের উদ্বোধন করেন।

এরপর এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এসব অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. আহসান মাহমুদ রাসেল ও মাহমুদা কুলসুম মনির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মো. হাবিবুর রহমান।  

এসময় উপস্থিত ছিলেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমামুল হক, ডিজিএফআইয়ের প্রধান কর্নেল শরিফ, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল কালাম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) মো. মনির হোসেন হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।