ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে অস্ত্র ঠেকিয়ে জুয়েলার্সে ডাকাতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
মানিকগঞ্জে অস্ত্র ঠেকিয়ে জুয়েলার্সে ডাকাতি অস্ত্র ঠেকিয়ে জুয়েলার্সে ডাকাতি ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জ শহরের স্বর্ণকার পট্টির নাগ জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত সদস্যরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রাইভেটকারে উঠে পালিয়ে যান।

বুধবার (১৫ নভেম্বর)  সন্ধ্যায় এ ডাকাতির ঘটনা ঘটে।

জুয়েলার্সের মালিক চন্দ নাগ বাংলানিউজকে বলেন, আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে দোকানে প্রথমে দু’জন নারী কাস্টমার প্রবেশ করে।

পরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে সাত থেকে আটজন যুবক অস্ত্র হাতে ভেতরে ঢুকে এক কর্মচারীকে থাপ্পড় দেন। পরে তাদের কাছে থাকা ব্যাগে স্বর্ণালঙ্কার ঢুকাতে থাকে।

সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, ডাকাত সদস্যরা রিভলভার উচিয়ে দোকানে প্রবেশ করে। এ সময় তাদের কয়েকজনের মুখে মাস্ক পরা ছিল। ডাকাত সদস্যরা একজনের মাথায় অস্ত্র ঠেকিয়ে রাখে। আর অন্য সদস্যরা স্বর্ণালঙ্কার তাদের ব্যাগে ঢুকাতে থাকে।  

আশপাশের অন্য দোকানদারা এ ডাকাতির ঘটনা প্রত্যক্ষ করেছেন। তবে ওই ডাকাতদের অস্ত্রের ভয়ে কেউ এগিয়ে আসতে সাহস পায়নি। এ সময় মুহুর্তের মধ্যে অন্য সব দোকান বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকার দোকান মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।

প্রত্যক্ষদর্শী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেল বাংলানিউজকে বলেন, ডাকাত সদস্যরা স্বর্ণালঙ্কার লুট করে প্রাইভেটকার উঠে পালিয়ে যান।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।