ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

ঢাকা: বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের কারণে সারা দেশে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। সাগর উত্তাল থাকায় সংকেত বাড়িয়ে সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। এছাড়া নদীবন্দরগুলোকে দেখাতে বলা হয়েছে ১ নম্বর সতর্কতা সংকেত।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (নম্বর-৩) বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে বতর্মানে একই এলাকায় অবস্থান করছে।
 
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ মুহম্মদ আরিফ হোসেন জানান, নিম্নচাপটি সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৭০ কিমি দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৫০ কিমি দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮১৫ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

এটি আরও ঘনীভূত হয়ে উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।
 
নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিমির মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিমি, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিমি পর্যন্ত বাড়ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
 
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
 
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল ও তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলেছে আবহাওয়া অধিদফতর।
 
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
 
নিম্নচাপের কারণে ঢাকায় মেঘলা আকাশসহ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৪ মিলি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের সব জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে।
 
আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আয়শা খাতুন বাংলানিউজকে বলেন, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরের সম্ভাবনা নেই। সেটি ভারতের উড়িষ্যার দিকে চলে যাচ্ছে।
 
তবে নিম্নচাপের কারণে বিদ্যমান আবহাওয়া আরও দু’দিন বিরাজ করতে পারে বলে জানিয়েছেন আয়শা খাতুন।
 
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।