ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নিয়ামতপুরে পুকুর থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
নিয়ামতপুরে পুকুর থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার বিষ্ণু মূর্তি উদ্ধার

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পুকুর খনন করতে গিয়ে বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর ) সকাল ১১ টার দিকে মূর্তিটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে উপজেলার বামইন ডেরিপাড়ায় চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জমান বদির পুকুর খনন করতে গিয়ে একটি ৩০ কেজি ওজনের বিষ্ণু মূর্তি দেখতে পান শ্রমকিরা।

পরে এলাকার লোকজন পুলিশে খবর দেয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আদালতের আদেশে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।