ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে নুরু হোটেলের মালিকের জেল-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
যশোরে নুরু হোটেলের মালিকের জেল-জরিমানা যশোরে নুরু হোটেলের মালিকের জেল-জরিমানা

যশোর: যশোর শহরের মাইকপট্টির নুরু হোটেলের মালিক শামীম হোসেনকে সাত দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাইকপট্টির নুরু হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ ও পঁচা-বাসি খাবার বিক্রির দায়ে ২০০৯ এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিক শামীম হোসেনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।