ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে ১২২ কেজি গাঁজা জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
দাউদকান্দিতে ১২২ কেজি গাঁজা জব্দ 

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ১২২ কেজি গাঁজা জব্দ করেছে দাউদকান্দি হাইওয়ে পুলিশ। 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি গৌরিপুর বাসস্ট্যান্ডে ঢাকাগামী একটি প্রাইভেটকার থেকে এ মাদক জব্দ করা হয়।  

হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই মহাসড়কে ঢাকাগামী একটি প্রাইভেটকারকে থামার জন্য সংকেত দেওয়া হয়।

এসময় গাড়ির চালক দ্রুতগতিতে সামনের দিকে অগ্রসর হয়ে গাড়িটি রাস্তায় রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ওই গাড়িটি আটক করে তল্লাশি করে ৬১টি প্যাকেটে ২ কেজি করে ১২২ কেজি গাঁজা জব্দ করে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।