ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে রেশমা স্কুলে সততা স্টোরের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
গোপালগঞ্জে রেশমা স্কুলে সততা স্টোরের উদ্বোধন সততা স্টোরের উদ্বোধন

গোপালগঞ্জ: গোপালগঞ্জ শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুলে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার ফিতে কেটে এ স্টোরের উদ্বোধন করেন।

এসময় শিক্ষার্থীরা সততা বিষয়ক একটি সংগীত পরিবেশন করে।

রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ রেশমা আক্তার বলেন, আগামী প্রজন্মকে নীতিবান ও সৎ হিসেবে গড়ে তুলতে কোমলমতি শিশুদের মধ্যে সততার বীজ বপনের লক্ষ্যে স্কুলটিতে এ সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। বিক্রেতাবিহীন এ স্টোরে বিভিন্ন শিক্ষা উপকরণ, খেলনা ও টিফিন সামগ্রী রাখা হয়েছে। শিক্ষার্থীরা এখানে নির্দিষ্ট বাক্সে টাকা রেখে নিজেরা পণ্য ক্রয় করবে। এ ছাড়া স্টোরে রয়েছে লাইব্রেরি কর্নার। এখানে স্কুল শুরুর আগে ও ছুটির পরে শিক্ষার্থীরা বই পড়ার সুযোগ পাবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বলেন, একটি দুর্নীতি মুক্ত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এটি একটি সুদুর প্রসারী ও কার্যকরী উদ্যোগ। আগামীতে যে উন্নত বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিজেদের দুর্নীতি মুক্ত রাখা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরামর্শে আগামী প্রজন্মকে সৎ ও নিষ্ঠাবান করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিটি স্কুলে সততা স্টোর চালু করা হবে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।