ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আত্রাই নদীতে ড্রেজিং কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
আত্রাই নদীতে ড্রেজিং কাজের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: পঞ্চগড়, দিনাজপুর, নওগাঁ ও নাটোর পাবনা নৌ রুটের আত্রাই নদীতে নওগাঁ-নাটোর অংশের ড্রেজিং কাজের উদ্বোধন করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর ) দুপুরে তিনি এ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে আলোচনা সভায় যোগ দিয়ে মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের নদনদীগুলোর স্বাভাবিক গতিপ্রবাহ ঠিক রাখার পাশাপাশি বৃহৎ এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার উন্নয়নে নদী খননের উদ্যোগ নেওয়া হয়েছে।

আত্রাই নদী ছাড়াও আগামীতে অন্য নদীগুলো সংস্কার করার পরিকল্পনা রয়েছে বলে মন্ত্রী বলেন।

অনুষ্ঠানে স্থানীয় এমপি ইসরাফিল আলম, সলিম উদ্দিন তরফদারসহ প্রশাসনের কর্মকর্তা, বিআইডব্লিউটি-এর কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।