ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
সৈয়দপুরে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ইয়াবা বিক্রির সময় দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩, নীলফামারী ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন-সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়ার শাহজাহানের ছেলে আল-আমিন (২৮) ও শহরের বাঁশবাড়ি এলাকার জামিল হোসেনের ছেলে রানা (৩০)।  

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ১০টার দিকে র‌্যাব-১৩, নীলফামারী ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের নতুন বাবুপাড়ার লাল গেট এলাকা থেকে আল-আমিন ও রানাকে আটক করা হয়।

তারা কৌশলে গোল্ডলিফ সিগারেটের প্যাকেটে করে ইয়াবা বিক্রি করছিলেন। আটক করার পর তাদের কাছে ১০০ পিস ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।