ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ডাকাতিকালে দু’জন গুলিবিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
সিলেটে ডাকাতিকালে দু’জন গুলিবিদ্ধ গুলিবিদ্ধ জিলন মিয়ার চাচা এনায়েতুর রহমান রাজু- ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে বাড়ির লোকজনকে গুলি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ ডাকাতরা ৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১৩ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোররাতে জেলার বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার আনোয়ারপুর গ্রামের জিলান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

ডাকাতের গুলিতে আহত হন জিলন মিয়ার চাচা এনায়েতুর রহমান রাজু (৩৫), মনজির আলীর স্ত্রী নাজমা বেগমকে (৪০) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ এ ঘটনায় দু’জনকে আটক করেছে।

স্থানীয় সূত্র  জানা যায়, ভোররাতে মুখোশধারী ১০ থেকে ১২ জনের ডাকাতদল বাড়ির পেছনের দরজা ভেঙে বসত ঘরে ঢকে। অস্ত্রের মুখে ঘরের লোকজনকে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও মালামাল লুটে নেয়। পরে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় আর্তচিৎকার করলে ডাকাতদের গুলিতে এনায়েতুর রহমান রাজু ও তার চাচী নাজমা বেগম গুলিবিদ্ধ হন।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, ডাকাতির ঘটনায় শফিক আলী ও আব্দুল লতিফকে আটক করা হয়েছে। বাড়ির লোকজন তাদের শনাক্ত করেছেন।  

অস্ত্র ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্তকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।