ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে নির্মাণ শ্রমিকদের ২য় সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
বরিশালে নির্মাণ শ্রমিকদের ২য় সম্মেলন অনুষ্ঠিত বরিশালে নির্মাণ শ্রমিকদের র‌্যালি- ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে নির্মাণ শ্রমিক সংগ্রাম পরিষদের দ্বিতীয় সম্মেলন ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে নগরের অশ্বিনী কুমার হলে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সংগঠনের বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার ওসমান গনি, কেন্দ্রীয় যুগ্ম-আহবায়ক মো. আজিজুর রহমান নিজামী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. রুস্তুম আলি হাওলাদার, কেন্দ্রীয় সদস্য সচিব এ এ এম ফয়েজ হোসেন, বরিশাল সমাজতান্ত্রিক দল বাসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. মনিষা চক্রবর্তী, চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক পরিষদ সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, রাজশাহী নির্মাণ শ্রমিক পরিষদ সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন আলম প্রমুখ।

সম্মেলন সঞ্চালনা করেন, বরিশাল বিভাগীয় নির্মাণ শ্রমিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মোল্লা।  

সভার আগে সকাল ১০টায় অশ্বিনী কুমার হল চত্বরে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র‌্যালি বের করা হয়।  

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।