ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
মেহেরপুরে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন বিষয়ক কর্মশালা মেহেরপুরে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারীরা

মেহেরপুর: মেহেরপুরে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জনে স্থানীয়করণ, বিনিয়োগ পরিকল্পনা এবং ব্যক্তিখাতে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপ‍ী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এ কর্মশালা শুরু হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেস ইনোভেশন ইউনিট, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইউএনডিপির সহায়তায় মেহেরপুর জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উদ্বোধনী বক্তব্য দিয়ে জেলা প্রশাসক পরিমল সিংহ কর্মশালার উদ্বোধন করেন।

দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসানের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-পুলিশ সুপার আনিছুর রহমান, সিভিল সার্জন ডা. জিকেএম সামসুজ্জামান, মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রিটন, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম।

কর্মশালায় উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য সাফল্যের ধারবাহিকতায় প্রধানমন্ত্রী ও তার সরকারের জাতিসংঘ ঘোষিত ২০৩০ এজেন্ডার কথা তুলে ধরা হয়। বহুমাত্রিক বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা নিশ্চিতকরণে অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল নিয়ামক স্থানীয় পর্যায়ে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ে সরকারের পাশাপাশি সমাজের সব পর্যায়ের নেতাদের একসঙ্গে কাজ করার প্রত্যয় নেয়া হয়।

কর্মশালায় সরকারি দফতরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও উদ্যোক্তারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ১৮ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।