ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চাকরি জাতীয়করণের দাবিতে বগুড়ায় বিভাগীয় সম্মেলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
চাকরি জাতীয়করণের দাবিতে বগুড়ায় বিভাগীয় সম্মেলন বগুড়ায় বিভাগীয় সম্মেলনের বক্তব্য রাখছেন বক্তরা, ছবি: বাংলানিউজ

বগুড়া: চাকরি জাতীয়করণ ও নন এমপিও শিক্ষক-কর্মচারিদের এমপিও ভুক্তিকরণের দাবিতে বগুড়ায় রাজশাহী বিভাগীয় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের নারুলী উত্তরণ হাইস্কুল মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সংগঠনের বগুড়া জেলার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বিরোধী দলীয় হুইপ নূরুল ইসলাম ওমর এমপি।

তিনি বলেন, শিক্ষকরা শিক্ষিত জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করছেন। সমাজে তাদের মর্যাদা বাড়াতে হবে। শিক্ষর্থীদের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকরা কাজ করছেন। তাই বেসরকারি শিক্ষক-কর্মচারিদের চাকরি জাতীয়করণ করার বিকল্প নাই। তিনি শিক্ষক-কর্মচারিদের ন্যায্য দাবি সংসদে উপস্থাপন করার আশ্বাস দেন।   

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

এছাড়াও সম্মেলনে আরও বক্তব্য রাখেন -দৈনিক আমার সময় সম্পাদক ডা. এ.জি খাঁন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিম, মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মওলানা দেলোয়ার হোসেন, শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, বাকশিস প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক সামছুল হক, সহকারী মহাসচিব অধ্যক্ষ সামছুর রহমান প্রমুখ।

সম্মেলনে অধ্যক্ষ মোকছেদুল আলমকে সভাপতি, শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক, ওবায়দুর রহমান বেনুকে সাংগঠনিক সম্পাদক করে শিক্ষক-কর্মচারি ঐক্যজোট বগুড়া জেলা শাখা, শহীদুল ইসলামকে সভাপতি, মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক, আব্দুল হাইকে সাংগঠনিক সম্পাদক করে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও অধ্যক্ষ মোকছেদুল আলমকে সভাপতি, ফেরদৌস আলমকে সাধারণ সম্পাদক করে কলেজ শিক্ষক সমিতি বগুড়া জেলা কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এমবিএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।