ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে প্রান্তিক কৃষকদের মধ্যে সার-বীজ বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
চাঁদপুরে প্রান্তিক কৃষকদের মধ্যে সার-বীজ বিতরণ চাঁদপুরে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করছেন ডা. দীপু মনি এমপি। ছবি: বাংলানিউজ

চাঁদপুর: চাঁদপুরে প্রনোদনা উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা মিলনায়তনে রবি ও খরিপ-১ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় সরিষা প্রনোদনা, ভূট্টা প্রনোদনা, বিটি বেগুন প্রনোদনা ও গ্রীষ্মকালীন মুগ প্রনোদনা কর্মসূচির মোট ১ হাজার ৩ জন কৃষকের মধ্যে ১৩৮ কেজি সার ও বীজ বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি বলেন, বাংলাদেশে আজ উন্নয়নের জোয়ার বইছে।

শেখ হাসিনা সরকারের আমলেই কৃষকরা তাদের ন্যায্য অধিকারগুলো সময়মতো পেয়ে থাকেন। যা বিগত কোনো সরকারের আমলে করা হয়নি।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণ বান্ধব সরকার। তাই আগামী নির্বাচনে নৌকার মনোনিত প্রার্থীকে বিজয়ী করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা দিল আতিয়া পারভীন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান মিয়া।

এসময় জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উল্লাহ ওলিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।