ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে লাইসেন্স না থাকায় ফ্যামিলি হাসপাতাল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
চৌদ্দগ্রামে লাইসেন্স না থাকায় ফ্যামিলি হাসপাতাল বন্ধ ফ্যামিলি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় লাইসেন্স না থাকায় ‘ফ্যামিলি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ বন্ধ করে দিয়েছে জেলা সিভিল সার্জন।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মজিবুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে হাসপাতালটি বন্ধ ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাছির উদ্দিন বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

 

স্থানীয় সূত্র জানায়, পল্লি চিকিৎসক দিলীপ চন্দ্র পাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম ট্রেনিং সেন্টারের পুরাতন কৃষি ভবনের দ্বিতীয় তলায় বৈধ কাগজপত্র ছাড়াই ‘ফ্যামিলি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এ চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিলো।

অভিযোগ উঠেছে, সেখানে অবৈধ গর্ভপাত, ডিএনসি, এমআর ও সিজারসহ বিভিন্ন অবৈধ কাজ করা হতো। দীর্ঘদিন ধরে প্রাপ্ত অভিযোগের প্ররিপ্রেক্ষিতে শনিবার দুপুরে সিভিল সার্জন মুজিবুর রহমান ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাছির উদ্দিন সেখানে অভিযান চালান। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ কোনো প্রকার বৈধ কাগজপত্র বা লাইসেন্স দেখাতে না পারায় হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হয়।

ইতোপূর্বে বৈধ কাগজপত্র ছাড়া হাউজ বিল্ডিং এলাকায় অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগে একটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।