ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে গণপ্রকৌশল দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
ফেনীতে গণপ্রকৌশল দিবস পালিত গণপ্রকৌশল দিবসের র‌্যালিতে আইডিইবি ফেনী শাখার নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীতে গণপ্রকৌশল দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশের (আইডিইবি) ফেনী জেলা শাখা।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে শহরের মিজান রোডের শহীদ জহির রায়হান মিলনায়তনে আলোচনা সভা শেষে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন আইডিইবি ফেনী শাখার সহ-সভাপতি প্রকৌশলী মো. আবু নছর মজুমদার, সাধারণ সম্পাদক আ স ম আবু বকর ছিদ্দিক, যুগ্ম সম্পাদক প্রকৌশলী খোন্দকার নজরুল ইসলাম প্রমুখ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী।  

আইডিইবি ফেনী জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. আবুল খায়েরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি আবুল বাসেত ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম।

আইডিইবি ফেনীর ছাত্রবিষয়ক সম্পাদক এখলাছ উদ্দিন খোন্দকার বাবলুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- ফেনীর সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী (এসডিই) প্রকৌশলী মো. আবদুস সহিদ, আইডিইবি ফেনী শাখার সহ-সভাপতি প্রকৌশলী চঞ্চল দে সরকার।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এসএইচডি/ আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।