ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় এমপিসহ আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় এমপিসহ আহত ৪

টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফাসহ চারজন আহত হয়েছেন।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের সার্জন ইফতেখারুল বাংলানিউজকে জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ‍একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে এমপি গোলাম মোস্তফাসহ চারজন আহত হন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এমপি গোলাম মোস্তফার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ১৮ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।