ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
উল্লাপাড়ায় মাদক বিক্রেতা আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩৫ বোতল ফেনসিডিলসহ আব্দুল মোমিন (২৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের চর সাতবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মোমিন ওই এলাকার লুৎফর রহমানের ছেলে।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদির্শক (এসআই) আব্দুল জলিল বাংলানিউজকে বলেন, মোমিন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলো। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।  

এ সময় ৩৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলেছে।

বাংলাদেশ সময়: ০৪১৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
জিপি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।