ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ১০ মাদক ব্যবসায়ী আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
দিনাজপুরে ১০ মাদক ব্যবসায়ী আটক 

দিনাজপুর: দিনাজপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১৮ নভেম্বর) দিনগত রাত থেকে রোববার (১৯ নভেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমে থাকা মো. ফেরদৌস আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিনাজপুরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৩০ গ্রাম গাঁজা, ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৮ লিটার চোলাই মদ ও ৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে থানায় পৃথক নয়টি মামলা দায়ের করা হয়েছে।  

দুপুরে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান ফেরদৌস।
 
বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।