ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে সড়ক দুর্ঘটনায় আলম হোসেন (৩৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলম ভোলার বোরহানউদ্দিন উপজেলার গইচ্চা গ্রামের আব্দুস সালামের ছেলে।

কারওয়ান বাজার মৎস আড়তের কর্মচারী আল-আমীন হোসেন বাংলানিউজকে জানান, ভোরে ভোলা থেকে ট্রাকে করে মাছ নিয়ে কারওয়ান বাজারে আসেন আলম। আড়তে মাছ বিক্রি শেষে সোনারগাঁও হোটেলের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

এসময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টায়র দিকে তাকে মৃত ঘোষণা করেন।  

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।