ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাসের ধাক্কায় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
বাসের ধাক্কায় যুবক নিহত

ঢাকা: রাজধানীর চকবাজার থানার বকশিবাজার শিক্ষাবোর্ডের সামনে বাসের ধাক্কায় পথচারী আবু বকর সিদ্দিক সেলিম (২৮) নিহত হয়েছেন।

রোববার (১৯ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

বেসরকারি কোম্পানির চাকরিজীবী সেলিম মিরপুর-২ নম্বর সেকশনে থাকতেন।

যাত্রীবাহী বাসটিতে থাকা জবেদ আলী জানান, গুলিস্তানগামী বাসটি বকশিবাজার শিক্ষাবোর্ডের সামনে থেকে ঘোরানোর সময় ধাক্কা দিলে পথচারী সেলিম গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) তারেকুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘাতক বাসটি জব্দ করা হলেও দুর্ঘটনার পর চালক পালিয়েছেন। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত যুবকের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই তারেকুল।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এজেডএস/আরআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।