ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মণিরামপুরে আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
মণিরামপুরে আটক ২

যশোর: যশোরের মণিরামপুরে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে কটূক্তির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার ঝাঁপা গ্রাম থেকে তাদের আটক করা হয়।  

আটকেরা হলেন-উপজেলার ঝাঁপা গ্রামের মৃত তারিক মোড়লের ছেলে তবিবর রহমান (৪৫) এবং একই গ্রামের আছরোক গাজীর ছেলে সোহেল উদ্দিন (৩৮)।

ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিত কুমার জানান, স্থানীয়রা জানালে শনিবার রাতে তবিবর ও সোহেলকে আটক করা হয়। তবে জামাল পালিয়ে গেছেন। অভিযোগ যাচাই-বাছাই চলছে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
ইউজি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।