ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে এইডস প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
রূপগঞ্জে এইডস প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): ‘বাঁচতে হলে জানতে হবে, পাশাপাশি মানতে হবে’ এ স্লোগান নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এইডস প্রতিরোধে গণসচেতনতা কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) বিকেলে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের অডিটোরিয়ামে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাইদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক ডাক্তার তপন বাবু, প্রশিক্ষক আমিনুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ফয়সাল, রূপগঞ্জ  প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মকবুল হোসেন, সাংবাদিক এসএম শাহাদাত, সাইফুল ইসলাম, মাহবুব আলম প্রিয়, জিন্নাহ হোসেন জনি, সুজন মিয়া প্রমুখ।

এছাড়া স্থানীয় ইউপি সদস্য, শিক্ষক ও স্বাস্থ্য বিভাগের মাঠ কর্মকর্তারা এ কর্মশালায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।