ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আ ফ ম মাহবুবুল হককে ই‌তিহাস ‌স্মর‌ণে রাখ‌বে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
আ ফ ম মাহবুবুল হককে ই‌তিহাস ‌স্মর‌ণে রাখ‌বে বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: বাংলানিউজ

ঢাকা:  'ই‌তিহাস তাকে স্মর‌ণে রাখ‌বে। তি‌নি সমাজত‌ন্ত্রের প্র‌শ্নে অটল ছি‌লেন। লড়াকু ও সংগ্রামী ছি‌লেন। ম‌তের মিল না হ‌লেও সংলা‌পে মি‌লিত হ‌তেন। তা‌কে বাদ দি‌য়ে মু‌ক্তিযু‌দ্ধের ই‌তিহাস হয় না।'

কমরেড আ ফ ম মাহবুবুল হক স্মরণসভায় যোগ দি‌য়ে একথা বল‌ছি‌লেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

‌রোববার বি‌কে‌লে প্রেসক্লা‌বে এ শোকসভা আ‌য়োজন ক‌রেন তার সুহৃদ ও রাজ‌নৈ‌তিক সহকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম।

শোকসভায়  ইনু ব‌লেন, তি‌নি সত্য‌নিষ্ঠ ও বিপ্লবী ম‌নোভাবী ছি‌লেন। তার আদর্শ সত্য প্র‌তিষ্ঠার জন্য অনুকরণীয়। ‌তি‌নি তেজস্বী বক্তা ছি‌লেন।

আ‌লোচনা সভায় আরো বক্তব্য রা‌খেন, আ স ম আবদুর রব, সি‌পি‌বির সাধারণ সম্পাদক শাহ আলম, নাগরিক ঐক্য’র আহবায়ক মাহমুদুর রহমান মান্না,  সাবেক ছাত্রনেতা মুনীর আহমদ, সাংবা‌দিক আবু সাঈদ খান, ড. স‌লিমুল্লাহ খান  প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এসএ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।