ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাগিচাগাঁওতে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
বাগিচাগাঁওতে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার

কুমিল্লা: কুমিল্লা নগরের বাগিচাগাঁও এলাকায় একটি ভবনের ফ্লাট থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) গলা কাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় এলাকায় নতুন চৌধুরীপাড়ার আবু তাহের সরকারের মালিকানাধীন একটি ভবনের ফ্লাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানান, শনিবার (১৮ নভেম্বর) মৃত. আবু তাহের সরকারের মালিকানাধীন ‘সুমন ভিলা’ নামের চারতলা ভবনের তৃতীয় তলার পশ্চিম পাশের ফ্লাটটি ভাড়া নেন  চারজন যুবক।

রোববার বিকেলে ওই ফ্লাটে উঠেন তারা। রাত সাড়ে ৭ টায় ফ্লাটে এক যুবকের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। অপর তিন যুবক পলাতক রয়েছে। তাদের কারোপরিচয় ভবন মালিকের কাছে নেই।

মৃত. আবু তাহের সরকারের পরিবারের সবাই আমেরিকান প্রবাসি। এ ভবনটি দেখাশুনা করেন  মৃত. আবু তাহের সরকারের শ্যালক  জুম্মন।  জিজ্ঞাসাবাদের জন্য জুম্মনকে থানায় নিয়েছে কোতয়ালী থানা পুলিশ।

কোতোয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাহ উদ্দিন বাংলানিউজকে জানান, এ হত্যা রহস্যের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এএটি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।