ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
নাইক্ষ্যংছড়িতে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হতে দু'টি ওয়াকিটকি, একটি দেশীয় তৈরি বন্দুক, চারটি পাসপোর্টসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের ব্যবসায়ীপাড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম সরওয়ার কামালের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করে পুলিশের একটি দল।

ইউএনও এসএম সরওয়ার কামাল বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার হোসনে মোবারকের বসতবাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করা না গেলেও দুটি ওয়াকিটকি, দেশীয় তৈরি একটি লম্বা বন্দুক, চারটি পাসপোর্ট, পাচঁটি খন্তি, দুটি কোদাল, তিনটি ধারালো দাসহ ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।  

নাইক্ষ্যংছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক বাংলানিউজকে জানান, অভিযুক্ত হোসনে মোবারক ইতিপূর্বে ইয়াবাসহ আটক হয়ে কারাভোগ করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলবে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৬৩৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।