ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারী: নীলফামারী সদর উপজেলার অঙ্কুর হিমাগার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় জাহিদ হোসেন (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

রোববার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে নীলফামারী-জলঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত জাহিদ হোসেন জেলা সদরের রামনগর ইউনিয়নের চাঁদেরহাট গ্রামের তৈয়ব আলীর ছেলে বলে জানিয়েছেন রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাবু।

 

তিনি আরো জানান, বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে জেলা শহরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার জানান, ঘটনাস্থল নির্জন হওয়ায় কেউ দুর্ঘটনাটি ঘটতে দেখেনি। অজ্ঞাত কোনো গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে পথচারীদের কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।